সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি)হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের বিশিষ্ট আইনজীবী মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল। বরিশাল বেতারে নিয়মিত সংগীত শিল্পী(পল্লীগীতি) হিসেবে গত ১৪ জানুয়ারী ২৪ তারিখ তালিকাভূক্ত করেন বেতার কর্তৃপক্ষ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল’তে অনার্স ও মাস্টার্স পাশ করেন ২০০৬ সালে।২০১০ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করে আইন পেশায় নিয়োজিত হোন।পরে বরিশাল আইনজীবী সমিতির সদস্য হয়ে সুনামের সাথে আইন পেশা পরিচালনা করে আসছেন।
তিনি বিভিন ব্যাংক ও প্রতিষ্ঠানের আইন উপদেস্টা হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।এছাড়া তিনি দেশী বিদেশী আইনী সংস্থার সদস্য,দুই বাংলার সাহিত্য সংগঠন সাহিত্য নিকেতন বরিশাল শাখার সহ-সাধারন সম্পাদক হিসেবেও দ্বায়িত্ব পালন করে আসছেন। এদিকে অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল ছোটবেলা থেকেই সংগীত চর্চা করে আসছেন।
অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল বলেন, আমি শ্রদ্ধা জানাই আমার সঙ্গীত জীবনের সকল
শিক্ষককে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন পূর্বক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল গুরুজন,বিচারকবৃন্দ ও বাংলাদেশ বেতার বরিশাল কর্তপক্ষ কে।
তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।তিনি বলেন,আইন পেশায় সময়ের অভাব তারপরেও আমি সঙ্গীতকে ভালোবাসার চেষ্টা করে যাচ্ছি।