শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
ছবি ও লেখাঃ রাকিবুল আলম খান::
ছবিতে উপজাতি সম্প্রদায়ের শিশুদের দেখা যাচ্ছে। তাদের বসবাস পাহাড়ী অঞ্চলে। তারা অনেক কিছু থেকেই বঞ্চিত, যেমনঃপুষ্টিকর খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য ইত্যাদি।
তারা পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করেন। তাদের পাহাড়ে জুম চাষ করেই অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করতে হয়। তবে তাদের শিক্ষার যথাযথ ব্যবস্থা না থাকায় তারা তাদের জীবনে শিক্ষার আলো গ্রহন করতে সক্ষম হয়ে উঠতে পারে না।
শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো,এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে। তাই উপজাতি শিশুদের পড়াশুনা ও উন্নত জীবনযাপনে সহায়তা করা উচিত, তবেই তারা ভালো মানুষ হয়ে উঠতে পারে।