শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৌরনদীর বিভিন্ন পূজা মন্ডপের পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি জামিল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান হোসেন। বিভিন্ন পূজা মন্ডপের কমিটি নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় রেঞ্জ জিআইজি বলেন, এই মহা উৎসবে যদি কেউ আঘাত হানে বা কোন প্রকার উশৃংখল করে তাকে ছাড় দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন।