শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির একজন সৎ,আদর্শবান, গরিবের বন্ধু, চৌকস ও মানবিক পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।
ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকায় পুকুরের মধ্যে বাঁশ ও কাঠ দিয়ে মাচা বানিয়ে তিন মাস ধরে নাতিকে নিয়ে বসবাস করে আসছে বিধবা নারী মিনারা বেগম। তার অসহায়ত্বের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝালকাঠি জেলার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানতে পেরে নিজ তহবিল থেকে পাঁচ হাজার টাকা সহয়তা প্রদান করেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অসহায় মিনারা বেগমের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়। টাকা পেয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মিনারা।
এর আগে গত শুক্রবার রাতে মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নেট একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের লাশ দাফন কাফনের জন্যও ১০ হাজার টাকা অর্থ সহয়তা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, প্রতিটি অসহায়-দরিদ্র মানুষের সাহায্যে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।