সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার’র দিক নির্দেশনায় ওসি ডিবি মনিরুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি জেলার রাজাপুর আঞ্চলিক মহা সড়কের উপর কারগো ট্রাক ভর্তি ছোট বড় বিভিন্ন সাইজের ৬০৩৬ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। যাহার অনুমানিক বাজার মূল্য ১২,০৭,২০০/ টাকা।
আটককৃতরা হলেন: ওসমান (৩১), পিতা-মৃতঃ আশরাফ আলী হাওলাদার, আবুল হোসেন তালুকদার (৩৮), পিতা-মৃতঃ মোজাম্মেল তালুকদার, ইমরান তালুকদার (২৪), পিতা-মোঃ মোয়াজ্জেম তালুকদার।
তিনি আরো জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর অভিযান সফল করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।