শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি সদর থেকে ৫০০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোহন হাওলাদার ওরফে সোহাগ (২৭), সে ঝালকাঠি পৌরসভার কিফাইত নগর এলাকার মনির হাওলাদার এর ছেলে।
শনিবার (০২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (ওসি) মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে পুরাতন কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি ওসি জানান, মোহন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
তিনি আরো জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর মাদক বিরোধী অভিযান সফল করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।