শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
বে-সরকারিভাবে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ৮৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী হাতপাখা প্রতীক পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট। বরিশাল সিটিতে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৬ হাজার ২৯৮ টি। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৬৪৫ ভোট কাস্ট হয়েছে। যা শতকরা ৫০. ১৮ % ভাগ।
এবারে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়াই করেছেন ১১৬ জন এছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী। মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নির্বাচিত হয়েছেন।