সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সকল সরকারী দপ্তরের কর্মর্তাদের কর্মস্থল ত্যাগ না করার পরামর্শ প্রদান করে সকলকে সামর্থ অনুযায়ী ঘুর্ণিঝর মোখা মোকাবেলা করতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন খাদ্য গুদামে প্রয়োজনীয় খাবার মজুদ রয়েছে এবং আরো খাবারসহ ত্রাণ সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে যোগাযোগ করা হয়েছে। তিনি জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিদের সহযোগীতার হাত বাড়ানোর আহ্বান করেন।
ঝালকাঠিতে ঘুর্ণিঝড় “মোখা” মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহ পনিরসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলায় ৬২টি আশ্রয় কেন্দ্র, ১৬০ জন সেচ্ছাসেবক, ৩৮টি মেডিকেল টিম, ৩৬৫ মেট্রিক টন জিআর চাল, নগদ ৮ লাখ ৪০ হাজার টাকা মজুদ রাখা হয়েছে। এছাড়া কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর ০২৪৭৮৮৭৫২৩৩ ও ০১৯২৫১৬২৬২১। ঝালকাঠি এনডিসি মিলন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ঘুর্নিঝড় মোকাবেলায় ১৪ লাখ নগদ টাকা, ৮০০ মে.টন জি আর চাল ও ১০ হাজার প্যাকেট শুকনা খাবাারের চাহিদা দেয়া হয়েছে বলে জানান ত্রান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: ওসমান ফারুক।