শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শীতার্ত মানুষদের জন্য শীতবস্ত্র উপহার সামগ্রী প্রদান করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার (১ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোড থেকে শুরু করে ক্যাম্পাসের মূল ফটক পর্যন্ত শীতার্ত মানুষদের মাঝে ছাত্রদল কর্মী রাফি শিকদারের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ছাত্রদল কর্মী রাফি শিকদার ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন‚ আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার লক্ষ্য নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবো।
আমরা বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন করে ক্যাম্পাসে রাজনৈতিক নতুনত্ব আনতে চাই। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের সকল গঠনমূলক কাজে অংশ নিতে চাই ও শিক্ষার্থীদের মাঝে যে রাজনীতির নাম শুনলেই যে তাদের মনে ত্রাসের সৃষ্টি হয় আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ধারাণা দূর করতে চাই। আমরা ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের দ্বারা ছাত্র রাজনীতি অব্যাহত রাখতে চাই।