সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদ:: ঝালকাঠি জেলায় পুলিশ সুপার’র দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত (এসপি) উজ্জ্বল কুমার রায়।
সোমবার (০৯ সেপ্টেম্বর) ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন উজ্জ্বল কুমার রায়।
পুলিশ লাইন্স ড্রিলসেড এ বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার পরস্পরকে ফুলেল সুভেচ্ছা দিয়ে বরণ করেন ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, শেখ ইমরান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মহিতুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠিসহ সকল থানার অফিসার ইনচার্জগন ও জেলা পুলিশের সকল ঊধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।