শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল জেলা মটরযান মেকানিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা-২০৩৯) ২০২৪ সালের নির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ১১ (এগারো) জন বিভিন্ন পদে নির্বাচিত সদস্য গতকাল ২৫ আগস্ট রবিবার পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তারা ব্যক্তিগত এবং পারিবারিক কারণ উল্লেখ করেছেন। পদত্যাগ কারী নেতারা হলেন কার্যকরী সভাপতি মোঃ কামাল হোসেন,সহ’সভাপতি-১ মোঃ জামাল হোসেন, সহ’সভাপতি-২ শেখ মোঃ জামাল, যুগ্ন সম্পাদক মোঃ জহির মূধা, সহ’সাধারন সম্পাদক শেখর চন্দ্র দাস,
সংগঠনিক সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম শাহিন, কোষাধক্ষ মো: খলিলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: খোকন তালুকদার, প্রচার সম্পাদক আ: রহমান (রাজু), ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাসার গাজী। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটির অর্ধেকের বেশি সদস্য একসঙ্গে পদত্যাগ করলে উক্ত কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা আপনা আপনি বাতিল হবে। এইরূপ ক্ষেত্রে সাধারণ সদস্যদের কমপক্ষে দুই তৃতীয়াংঅংশের উপস্থিতিতে তাদের মধ্য হইতে যে কোন একজনকে সভাপতি করিয়া সভা অনুষ্ঠিত হইবে। এই সভায় কমপক্ষে দুই-তৃতীয়াংঅংশ সদস্যের মতামতের প্রেক্ষিতে ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি ও ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিয়া গঠনতন্ত্রের ২৩ নাং ধারা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করিবেন। তবে উক্ত এড হক কমিটির কার্যকাল স্বাভাবিকভাবে ৪৫ দিনের বেশি হইবে না বলেও গঠনতন্ত্র অনুযায়ী জানা যায়।