সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে গাজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী’কে আটক করেছে নলছিটি থানা পুলিশ। রবিবার (০৭ জুলাই) নলছিটির পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের’কে আটক করা হয়। আটককৃত মোঃ তানভীর সরদার (১৭), পিতা-মোঃ জালাল সরদার। মোঃ জালাল সরদার (৫৫), পিতা: মৃত আব্দুল ওহাব সরদার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, এসআই মো. শহিদুল আলমের নেতৃত্বে এসআই এনামুল হাসান, এএসআই মহিউদ্দিন, এএসআই বিল্লাল হোসেন, এএসআই কাওসার আহমেদ পৌর এলাকা থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৪’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার (ওসি) মো. মুরাদ আলী অরো জানান, তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এর সাথে জরিত কাউকেই ছাড় দেয়া হবে না।