শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠিতে পৃথক অভিযানে ১ কেজি ৬’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান।
আটকরা হলেন-এনায়েত হোসেন (২৪), পিতা-মোঃ হারুন হাওলাদার। উজ্জল হোসেন (২৬), পিতা-মোঃ ইয়াকুব আলী হাওলাদার।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মনিরুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান সফল করতে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠিতে পৃথক অভিযানে গোয়েন্দা পুলিশ ১ কেজি ৬০০ গ্রাম গজাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।