সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: একজন মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী ও সাহসী দায়িত্বশীল কর্মকর্তা বাকেরগঞ্জ থানার ’ওসি’ আফজাল হোসেন।
পুলিশের প্রতি সাধারণ মানুষের ভিন্ন ধারণা থাকলেও বাকেরগঞ্জ থানায় ওসি আফজাল যোগদানের পর সে ধারণা বদলে দিয়েছেন। ব্যতিক্রমধর্মী একজন পুলিশ অফিসার হিসাবে তিনি তার সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে থানাতে আসা সাধারণ মানুষের সেবা শতভাগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
শুধু তাই নয় তিনি মাদক’সহ সকল অপরাধের বিরুদ্ধেও কঠোর। তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতঙ্ক। তিনি মাদক নির্মূল, হত্যা মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামি গ্রেফতার’সহ বিভিন্ন অপরাধীদের এনেছেন আইনের আওতায়।
তিনি বাকেরগঞ্জ থানায় যোগদানের পরেই নিজের সততা, মেধা, বিচক্ষণতা কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। তিনি শ্রেণি ভেদাভেদ না করেই যখন যেখানে যে ধরণের আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন তিনি তাই করে যাচ্ছেন।
তিনি যে কোনো ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সাড়া দিচ্ছেন দ্রুত। সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে পুলিশি কার্যক্রমকে রেখেছেন বেগবান। সরেজমিনে ঘুরে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, এই ওসি বাকেরগঞ্জে যোগদানের পর হতে অপরাধীদের আনা গোনা অনেকটা কমে গেছে।
প্রতিনিয়ত অভিযানে বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করেছেন। তিনি বর্তমান এ উপজেলাবাসীর চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার।
তার চোখে ধনি-গরিব, জেলে,রিকশা চালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। এ ছাড়াও একের পর এক ব্যতিক্রমী কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশের এ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় তার সচেতনতা মূলক কিছু বার্তা। আর তার কর্মকান্ডের খ্যাতি জনসাধারণের মুখে মুখে।
একজন দক্ষ কর্মকর্তা হিসাবে ইতোমধ্যে তিনি একই সাথে ৮/১০ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।