সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল থেকে প্রকাশিত দৈনিকগুলোর ‘সংগঠন’ বরিশাল প্রকাশক-সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ বস্ত্র-পাট মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) জাহাঙ্গীর কবির নানকের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সংগঠনের নেতৃবৃন্দ ও তাকে অভিনন্দন জানান-আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ, লোকমান হোসাইন, মির্জা রিমন, মুজিব ফয়সাল’সহ অন্যান্য নেতৃবৃন্দ।